প্রভাত সঙ্গীত
১০২
অশোকে পলাশে নব উল্লাসে
ঋতুরাজ আজ আসে
মলয় পবনে সঘন স্বপনে
ফুলের পরাগ ভাসে
ফুলের সুবাস সঙ্গে এলেছে
সকল মাধুরী লুটায়ে দিয়েছে
বিশ্বনিখিলে কবোষ্ণোনিলে
প্রাণের প্রদীপ হাসে
বর্ণচ্ছটায় তব মহিমায়
ধরা ভাসে উল্লাসে
102
Ashoke paláshe nava ulláse
Rturáj áj áse
Malaya pavane saghana svapane
Phuler parág bháse
Phuler suvás sauṋge eneche
Sakal mádhurii lut́áye diyeche
Vishvanikhile kavośńánile
Práńer pradiip háse
Varńachat́áy Tava mahimáy
Dhará bháse ulláse