প্রভাত সঙ্গীত
১০৩
বসন্ত আজ জাগলো
আম্রমুকুল-বকুল-শিমুল-পারুল-পলাশে
ফুলের বনের অনাহুত রবাহুতের পাশে
এসো বন্ধু আমরা সবাই
তোমার তালে তাল দিয়ে যাই
তোমার ছন্দে ছন্দ মিলাই
নূতন পরিবেশে
সকলের সকাশে
ফুলে ভরে' যাওয়া কাঞ্চন বনে
কোকিল মেতেছে নূতনের গানে
ফুলের সুবাসে সেই গান আজ
তোমা পানে যায় ভেসে
অনাবিল আবেশে
103
Vasanta áj jáglo
Ámramukul bakul shimul párul paláshe
Phuler vaner anáhúta rabáhuter páshe
Eso Bandhu ámrá sabái
Tomár tále tál diye jái
Tomár chande chanda milái
Nútan pariveshe
Sakaler sakáshe
Phule bhare jáoyá káiṋcana vane
Kokil meteche nútaner gáne
Phuler suváse sei gán áj
Tomá páne jáy bhese
Anávil áveshe