প্রভাত সঙ্গীত

১২৩


(শরৎ) ওই আসে ওই আসে ওই আসে

(শরৎ) নাচের তালে তালে পা ফেলে' ফেলে'

মন্দাক্রান্তা ছন্দে ধরায় হাসে

ওই আসে ওই আসে ওই আসে (শরৎ)


শরৎ শুধু নয় শেফালীর সুগন্ধতে

শরৎ শুধু নয় সাদা মেঘের ভেলাতে

শরৎ প্রাণে আসে শরৎ মনে আসে

শরৎ ভুবনকে ভুলিয়ে মর্মে হাসে


শরৎ শুধু নয় বাতাবি নেবুর গন্ধে

শরৎ শুধু নয় কুশ-কাশের দোলার ছন্দে

শরৎ প্রাণে আসে শরৎ মনে আসে

শরৎ ভুবনকে ডুলিযে মর্মে হাসে