প্রভাত সঙ্গীত

১৩২


জন্মতিথিতে নূতনের স্রোতে 

নূতনের আলো যেন পাই

ছন্দোময়ের ছান্দসিকতা 

নব ভাবে ভরে' নিতে চাই


যাহা দিবে তা দুহাত পেতে নোবো

যা শোণাবে তাহা মর্মে রাখিবো

তোমার জীবন তোমাকেই দোব 

তব নামে যেন মেতে' যাই


কচি কিশলয় পত্র হয়েছে 

রক্তিমা-শ্যামলিমায় ভরেছে

নব শক্তিতে নব সামর্থ্যে 

সবার কাজে লাগিতে চাই