প্রভাত সঙ্গীত
১৩৪
জনম লগনে (তব)
প্রভাতের আলো
নব রূপে এলো নব আশ্বাসে
সকল চাওয়ার সকল পাওয়ার
পূর্ণতা এলো স্মিত নীলাকাশে
আজ পাখীরা কী কথা কয়
ফুলে ফলে গাছ নত হয়ে' রয়
আজ মন্দ্রিত বনে মধুর পবনে
সবাই নাচিছে নব উল্লাসে
আজ হাসিতে খুশীতে গীতে তৃপ্তিতে
পূর্ণতা এলো নূতন বাতাসে
134
Janama lagane (Tava)
Prabháter álo
Nava rúpe elo nava áshváse
Sakal cáoyár sakal páoyár
Púrńatá elo smita niilákáshe
Áj pákhiirá kii kathá kay
Phule phale gách nata haye ray
Áj mandrita vane madhura pavane
Sabái náciche nava ulláse
Áj hásite khushiite giite trptite
Púrńatá elo nútan vátáse