১৫০১-১৭৫০

১৫০১ এই ফাগুনে তিথি নাহি গুণে'


১৫০২ অজানা পথিক আজ কেন এসেছে


১৫০৩ নিজেরে ছড়ায়ে দিয়েছ তুমি


১৫০৪ ঘুমের দেশের পরী এসে'


১৫০৫ কেন আসে কেই বা সে


১৫০৬ রাজার বেশে এসো আমার


১৫০৭ সে ছিল আমার


১৫০৮ তুমি এসেছিলে


১৫০৯ কোন্‌ সে নিশীথে মধুরিমা সাথে


১৫১০ গিয়েছিলে প্রভু না বলে' না কয়ে


১৫১১ আমি তোমায় ভালো বেসেছি


১৫১২ (আজ) ভুবন ভরিয়া দাও


১৫১৩ জড়তা যদি আসে


১৫১৪ তুমি এসেছিলে মনের নিখিলে


১৫১৫ একেরই আহ্বানে


১৫১৬ তুমি এসেছ ভালো বেসেছ


১৫১৭ আমি ভুলি নি তোমায়


১৫১৮ পথেরই কাঁটা নহিকো আমি


১৫১৯ প্রতীতি রেখে' গেলে


১৫২০ আঁখি জলে ভরে' গেছে কার তরে


১৫২১ আমার দিকে দূর নিমেষে


১৫২২ এসো নব ঘন নীলাকাশে


১৫২৩ ফাগুন মাসে ধরা সকাশে


১৫২৪ হে প্রভু তোমার লীলা বলো কে বুঝিবে


১৫২৫ তোমায় পেলুম অনেক পরে


১৫২৬ ছিলে কোন্‌ বিদেশে


১৫২৭ দুস্তর গিরি লঙ্ঘন করি'


১৫২৮ অজানা পথিক এসেছে (আজি)


১৫২৯ বজ্রে তোমার বাজে বাঁশী


১৫৩০ বলো না কার 'পরে এই অভিমান


১৫৩১ ফুলের বনে সঙ্গোপনে


১৫৩২ হে দেবতা বলো আমায়


১৫৩৩ উপল মাঝে মহাচল তুমি


১৫৩৪ গান গেয়ে যাই আলো জ্বেলে' যাই


১৫৩৫ কেন এলে আজি এই অসময়


১৫৩৬ মনেরই মননে গোপনে গহনে


১৫৩৭ ও যে অসীমের গান গেয়ে যায়


১৫৩৮ অজানা পথিক নেবে' এসেহ


১৫৩৯ তুমি এলে প্রভু


১৫৪০ শুকনো পাতার নূপুর পায়ে


১৫৪১ হেসে' হেসে' পরী এসে'


১৫৪২ তোমায় নিয়ে আমার ধরা


১৫৪৩ জলে ভরা আঁখি কেন


১৫৪৪ তোমায় আমায় প্রথম দেখা


১৫৪৫ কেন এসেছিলে চলে' যাবে যদি


১৫৪৬ বুলবুলি নাচে গুলবাগিচাতে


১৫৪৭ তুমি এসো এসো এসো মনে


১৫৪৮ তুমি বসন্তে এসেছিলে


১৫৪৯ মধুমাসে মায়াকাননে


১৫৫০ আঁখি মেলে' চেয়ে দেখো


১৫৫১ শারদ প্রাতে সোণালী ক্ষেতে


১৫৫২ ভাল্‌ গো পাহাড়ে ফুটেছে কত না ফুল


১৫৫৩ তুমি এলে তুমি এলে


১৫৫৪ আমার নদী মধুমতী


১৫৫৫ কেতকী পরাগে সুরভিত রাগে


১৫৫৬ প্রাণের পরাগ ঢেলে' দিলে


১৫৫৭ গুল্‌বাগিচায় রঙিন হাওয়ায়


১৫৫৮ বলেছিলে ফিরে' আসবে আবার


১৫৫৯ ওগো অজানা পথিক


১৫৬০ মেঘে ঢাকা ররষায় বারি-ঝরা তমসায়


১৫৬১ আসা আর যাওয়া চাওয়া আর পাওয়া


১৫৬২ তোমায় আমায় এই পরিচয়


১৫৬৩ আমার দুখের রাতে এলে প্রভু


১৫৬৪ যে কভু কাছে আসে নি মোর


১৫৬৫ বজ্রকঠোর কুসুমকোরক


১৫৬৬ ভোল না আমারে তুমি


১৫৬৭ আমি কুসুম পরাগে রয়েছি


১৫৬৮ চলে' যাবে যে তুমি


১৫৬৯ বসো আমার ঘরে ওগো প্রভু


১৫৭০ কার কথা সদা ভাব সুনয়না


১৫৭১ তন্দ্রা নাবে যদি


১৫৭২ রাতের কালো আলো করে'


১৫৭৩ রত্নপ্রদীপ হাতে নিয়ে


১৫৭৪ নিষ্পত্র বনভূমি


১৫৭৫ তোমারই আশায় দিন কেটে' যায়


১৫৭৬ কে গো লুকিয়ে ছিলে


১৫৭৭ তোমারে চেয়েছি ফোটা ফুলে আমি


১৫৭৮ চাঁপার কলি তোমায় বলি


১৫৭৯ নীলাকাশে আলো ভাসে


১৫৮০ অজানা পথিক অলকার কথা


১৫৮১ চাঁদে জোয়ারে ফুলে মধুকরে


১৫৮২ নয়নের মণি হীরকের খনি


১৫৮৩ মলয়ানিলে কে গো তুমি এলে


১৫৮৪ পাহাড় বেয়ে ঝরণা ধেয়ে


১৫৮৫ (যদি) কথা নাহি কয় সাড়া নাহি দেয়


১৫৮৬ তোমার তরেই মালা গাঁথা


১৫৮৭ মননিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে


১৫৮৮ চন্দনসুরভি-মাখা


১৫৮৯ যেও না একটু থাকো


১৫৯০ আসিবে না তুমি যদি


১৫৯১ তোমার তরে জীবন ভরে'


১৫৯২ ভেবেছি ভেবে’ চলি আমি


১৫৯৩ (ঝরণা (আমি)) উচ্ছল জলধারা


১৫৯৪ বকুল তরুর ছায়ে


১৫৯৫ তুমি আমায় চেয়েছিলে প্রিয়


১৫৯৬ তোমার নামটি নিয়ে সাথে


১৫৯৭ নিশীথে মালা হাতে


১৫৯৮ মণিকার মহামন্ত্রে


১৫৯৯ মনের কোণে কে এলে (মোর)


১৬০০ মনের কেকা কাঁদে একা একা


১৬০১ রূপের সাগর পেরিয়ে এসে’


১৬০২ তোমার কথা ভেবে’ ভেবে’ হই উতলা


১৬০৩ আলোকোজ্জ্বল তুমি ভরে’ আছ মনোভূমি


১৬০৪ মাটির প্রদীপ জ্বালিয়ে রেখেছি


১৬০৫ তোমারে ভুলিয়া যাই যদি


১৬০৬ এই দুর্মদ মাদকতা


১৬০৭ তুমি কত লীলা জান


১৬০৮ ফুলের মধুকে অভ্র বিধুকে


১৬০৯ ভালো দিয়ে তৈরী তুমি


১৬১০ মনের গহনে তুমি কে গো এলে


১৬১১ আলোর দেশে তরুণ হেসে’


১৬১২ তোমারে চেয়েছি মনে প্রাণে আমি


১৬১৩ চাহিয়া চাহিয়া থাকি ধৈর্য ধরিয়া রাখি


১৬১৪ নয়নে নয়ন রেখে’


১৬১৫ (তুমি) আসবে জানি মোর ঘরে


১৬১৬ এই হৃদয়ের মালাখানি


১৬১৭ চলার পথের সাথী মম


১৬১৮ তোমারে চেয়েছি মনে প্রাণে আমি


১৬১৯ তোমাকেই ভালো বেসেছি


১৬২০ আলোকের নিমন্ত্রণে


১৬২১ তুমি ভালো বেসেছ আমারে


১৬২২ মনের রাজা তোমারই তরে


১৬২৩ তোমারে চেয়েছি মন-প্রাণ মাঝে


১৬২৪ প্রভু তোমায়


১৬২৫ নিয়ে আমায় এ বিশ্বময়

১৬২৬ ভালো বাসিয়াছি তোমাকেই আমি


১৬২৭ কত কাছে ছিলে দূরে চলে গেলে


১৬২৮ এক মনেতে একতারাতে


১৬২৯ ফুলবনে আসে অলি


১৬৩০ তোমার সুরে হৃদয় ভরে


১৬৩১ তুমি এসেছিলে দীপ জ্বেলেছিলে


১৬৩২ মধুর পরশে হরষে


১৬৩৩ তোমারই আসার আশে


১৬৩৪ মধুর চরণে অনুপ রণনে


১৬৩৫ দখিনা পবনে আনমনে


১৬৩৬ ভালবেসেছ আমারে তুমি


১৬৩৭ আঁধার নিশায় তুমি দীপাবলী


১৬৩৮ সিন্ধুর রণনে শুক্তি-অন্বেষণে


১৬৩৯ অরণ্য মর্মরে অলখ অভিসারে


১৬৪০ অরূপ থেকে তুমি রূপে এসেছ


১৬৪১ চন্দনসারে মন্থন করে'


১৬৪২ মনেতে এসেছ তুমি


১৬৪৩ নন্দিত তুমি বন্দিত তুমি


১৬৪৪ মন চাহে হেরিবারে তোমারে


১৬৪৫ কোন্‌ আঁধার নিশীথে আলোধারা সাথে


১৬৪৬ তোমারে চেয়েছি রাগে রূপে আমি


১৬৪৭ দূরেরই প্রিয়তম


১৬৪৮ আলোঝলমল পূর্ণিমাতে


১৬৪৯ তুমি এসেছিলে অশোকে বকুলে


১৬৫০ হারানো গানের হারানো সুরেতে


১৬৫১ তোমার পথ চেয়ে ছিলুম দিন কাটিয়ে


১৬৫২ বকুল-বিছানো পথে


১৬৫৩ বরষ তুমি কেতকী-সুরভি


১৬৫৪ তুমি নাহি ভালবাস


১৬৫৫ পথ ভুলে' এক পথিক এসেছি (আমি)


১৬৫৬ জানি তুমি ভালবাস আমায়


১৬৫৭ মর্ম ভরে' হৃদয়পুরে


১৬৫৮ তোমারই তরে হৃদয় ভরে'


১৬৫৯ সুন্দর তুমি মনোহর


১৬৬০ সাগরৰেলায় মধুমেখলায়


১৬৬১ নীলাকাশে নীহারিকা


১৬৬২ এসো আলোকে প্রতি পলকে


১৬৬৩ চন্দনবর্ণা সে প্রীতি যে মেলেছিল পাখা


১৬৬৪ কানে কানে গানে গানে


১৬৬৫ কোন্‌ অরুণোদয়ে মথিত হৃদয়ে


১৬৬৬ ফুলের বনে পরী এল


১৬৬৭ বাহিরে বহিছে ঝড়


১৬৬৮ প্রিয় তুমি প্রিয় তুমি প্রিয় তুমি


১৬৬৯ বিশ্বলীলা রচনা করে'


১৬৭০ আঁধার পারাবারের শেষে


১৬৭১ অরুণাচলে কে গো এলে


১৬৭২ ছন্দে ছড়িয়ে দিলে প্রাণ প্রিয়তম


১৬৭৩ মেঘের গায়ে রঙ ধরেছে


১৬৭৪ নিভৃত মনমুকুরে (মোর)


১৬৭৫ শরতেরই শুভ্র শুচি


১৬৭৬ মধুর ছন্দে মোহনানন্দে


১৬৭৭ নেচে' নেচে' যায় মুখপানে চায়


১৬৭৮ নৃত্যেরই ছন্দে কে এলে


১৬৭৯ বসন্তেরই আগমনে


১৬৮০ (তুমি) ছন্দে ছন্দে এলে প্রিয়তম


১৬৮১ প্রতি পলকে পলে পলে


১৬৮২ বসন্তেরই আগমনে


১৬৮৩ সুন্দর প্রভু বিশ্বাতীত বিভূ


১৬৮৪ নভোনীলিমায় মধু সন্ধ্যায়


১৬৮৫ অদ্রির মাঝে তুমি হিমগিরি


১৬৮৬ রাত্রি দিনে মনে মনে


১৬৮৭ পথিক তুমি গান গেয়ে যাও


১৬৮৮ রুদ্র তোমার বিষাণ বেজেছে


১৬৮৯ সুপ্রভাতে এই রাঙা আলোতে


১৬৯০ আকাশ যেথায় সাগরে মিশেছে


১৬৯১ ভালবাসি তোমায় আমি


১৬৯২ আলোর ধারা এল নেবে'


১৬৯৩ সেই সোণালী স্বপনে আমি


১৬৯৪ অঝোরে আজ ঝরে' পড়েছে


১৬৯৫ 

তোমারই স্তুতিতে তোমারে ভজিতে


১৬৯৬ তুমি এসেছ মোর মধুবনে


১৬৯৭ ঊর্ধ্ব আকাশে তারার মেলা


১৬৯৮ অজানা পথিক থামো গো খানিক


১৬৯৯ তুমি আলোকের প্রতিভূ


১৭০০ আশার বর্তিকা নিয়ে এলে


১৭০১ আঁধার সাগর পারে এসেছে



১৭০২ নীলাকাশে বলাকা ভাসে 


১৭০৩ তোমার কথা ভেবে’ ভেবে’



১৭০৪ এই অশোক তরুর তলে



১৭০৫ তুমি এসেছিলে রূপে উচ্ছলে



১৭০৬ সবার আপন সবার প্রিয়



১৭০৭ যদি তারে না ভালো বাসি



১৭০৮ তোমারই মধুর হাসি



১৭০৯ কানে কানে কয়ে যাও



১৭১০ তোমাকে ভালোবেসেছি আমি



১৭১১ সেই দুর্যোগ-ভরা তামসী নিশীথে



১৭১২ কাজল-কালো আঁখির তারায়



১৭১৩ অমানিশার তমিস্রা চিরে’



১৭১৪ তোমারে চেয়ে তোমারই গান গেয়ে



১৭১৫ তোমাকে কাছে পেয়ে



১৭১৭ অর্জিত বিদ্যা ভুলে’ গেছি



১৭১৭ তোমার স্বরূপ



১৭১৮ গানের জগতে ভেসে’ চলেছ



১৭১৯ শিউলি-ঝরা প্রাতে



১৭২০ তোমার কথা পড়ে মনে



১৭২১ মনের গহনে ডাকে কে



১৭২২ পুষ্পিত তুমি মধুবনে



১৭২৩ ঘোর তিমিরে রুদ্ধ ঘরে



১৭২৪ ছন্দে ছন্দে মধুরানন্দে



১৭২৫ (তোমারে) শত নমস্কার



১৭২৬ আজ সকালে ছন্দে তালে



১৭২৭ আলোর সরিতা বেয়ে



১৭২৮ তন্দ্রা নাবে আঁখিতে



১৭২৯ ফুলের সাজি নিয়ে কে



১৭৩০ আলো-ঝরা ভোরে ধরা দিলে মোরে


১৭৩১ ওই উচ্ছল প্রীতিসাগরে



১৭৩২ আকাশ আজি আলোয় ভরা



১৭৩৩ আমি তোমার তরে সব করিব প্রিয়


১৭৩৪ নয়নে এসো গোপনে



১৭৩৫ তুমি সুন্দর বরণীয়



১৭৩৬ কোন্‌ প্রভাতে তোমার সাথে


১৭৩৭ তুমি নন্দন-অমিয় মাখা



১৭৩৮ চলার পথের ক্লান্তি আমার


১৭৩৯ তোমার তরে অশ্রু ঝরে



১৭৪০ বেদরদী তুমি যদি



১৭৪১ প্রিয়তম অনির্বচনীয় (তুমি)



১৭৪২ তুমি আমায় (ভুলে’ থেকো না)



১৭৪৩ মসীকৃষ্ণ তমসাতে



১৭৪৪ কুয়াশা কাটিয়ে দিলে



১৭৪৫ গানের জগৎ অশেষ


১৭৪৬ আমি তোমায় ভালবাসি



১৭৪৭ এই পুষ্পিত বকুল তলে



১৭৪৮ দূর আকাশের দেবতা তুমি



১৭৪৯ আকাশ ডাকে মেঘের ফাঁকে



১৭৫০ ক্ষণিক তোমার পরশ লাগি’