প্রভাত সঙ্গীত
১৫১
এসেছিলে তুমি প্রভু
অন্ধকারের পার হ'তে
তোমা' লাগি বসেছিনু
যুগে যুগে দিনে রাতে
কত তিথি গেছে ঝরে'
কত তারা খসে' পড়ে'
তবু আমি ছিনু জেগে'
চেয়ে' তব আসা-পথে
সব আশা আলোয় ভরে' (আমার)
এসেছিলে মধুরাতে