প্রভাত সঙ্গীত

১৫৪


এসো এসো (প্রভু)

আমার হৃদয়ে

রাতুল চরণ মোহন আনন 

মিষ্টিমধুর হাসি নিয়ে


তব নামে প্রাণে শিহরন জাগে 

রঞ্জিত হই তোমারই রাগে

(যায়) তব গানে তব নাচে 

সব কিছু মোর মিলিয়ে


প্রাণে প্রাণে ধ্যানে ধ্যানে 

যাই যে আমি হারিয়ে

এসো এসো (প্রভু)

আমার হৃদয়ে

এসো এসো (তুমি)