প্রভাত সঙ্গীত
১৫৬
এগিয়ে চলো এগিয়ে চলো
সবাইকে নিয়ে এগিয়ে চলো
রক্তিমারুণ সামনে দাঁড়িয়ে
তাহারই পানে এগিয়ে চলো
দেশে দেশে যাও ভাইয়ের মতন
সবাকার ব্যথা করিয়া স্মরণ
বিশ্বমানব পরিবার আজ
তোমাকে ডাকিছে আঁখি-ছলোছল
সরাইয়া দাও সব ব্যথাভার
মুছাইয়া দাও সব আঁখিধার
সবার সেবার তুমি আসিয়াছো
এই কথাটাই বুঝিয়ে বলো