প্রভাত সঙ্গীত

১৫৭


না চিনিয়াই যাহাকে ডেকেছি

সে যে এসেছিলো স্বপনে

রঙীন মেঘের রামধনু রঙে

তাহাকে দেখেছি গোপনে


রুনু-ঝুনুঝুনু নূপুর রণনে

হিয়া উপচিয়া মোহন মননে

বুঝিয়াছি আমি যাহাকে দেখিনি 

সে যে ছিলো মোর নয়নে


সব কিছু জানা হলেও তাহাকে

যত জানি তত জানি নে