প্রভাত সঙ্গীত
১৫৮
তুমি সবার মনে আছো
সবাই তোমার মনে আছে
দুঃখে সুখে না জেনে' তাই
সবাই তব কৃপা যাচে
এসো কাছে এসো আরও কাছে
সবাই তব কৃপা যাচে
তুমি সবার ব্যথার ব্যথী
নিত্যকালের তুমি সাথী
(তব) মোহন বাঁশী আর মধুর হাসি
বাঁধভাঙ্গা সুখ দেয় উপচে'
আঁধার সাগরপারে তুমিই আলো
সবার চেয়ে বাসো বেশি ভালো
স্বপনঘোরে আনমনে তাই
তোমার ছন্দে সবে নাচে