প্রভাত সঙ্গীত
১৫৯
তোমায় ভালবাসি
প্রভু আমি ভালবাসি
তব নয়ন-ভুলানো মধুর হাসি
ভালবাসি
ব্রততী-তরুতে কুসুমরেণুতে
নভোনীলিমায় সরিতার স্রোতে
ছড়ায়ে' দিয়েছো মধুর হাসিটি
সকল তমিস্রা নাশি'
গিরিকন্দরে মহোদধিতলে
অণুতে অণুতে ভাবের অতলে
রহিয়াছো তুমি চিরজাগ্রত
মনের মধুকোরকে ভাসি’