প্রভাত সঙ্গীত

১৬০


তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে

নির্মল আকাশে চম্পক সুবাসে 

রাগে অনুরাগে ভরা হৃদয়ে বিজনে

তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে


মমতার পরশে আলোকের হরষে 

ধরণীর স্নেহভরা দোলা-দেওয়া রণনে

তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে


অভ্রংলেহী গিরি তোমাকে প্রণতি করি' 

নত শিরে চেয়ে' আছে তুহিনস্রবণে

তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে