প্রভাত সঙ্গীত

১৬১


গানের সুরে (তব)

পরাণ আমার যায় ভেসে সুদূরে


অণুতে অণুতে সে যে গাঁথা 

উত্তাল জলধিতে তারই কথা

মহাকাশের মায়াভরা মহাছন্দে 

সব কিছুর ভিতরে সে যে ভরে


মনের মণিকোঠায় তারই আসন

চিত্তেরই দোলাতে তারই দোলন

হিয়ার উদ্বেলতা তারই স্পন্দন 

বাহিরে ভিতরে আছে ঘিরে’