প্রভাত সঙ্গীত
১৬২
কিছু কয়ে যাও কিছু শুণে' যাও
অত তাড়াতাড়ি যেও না
মহানভোনীলে তোমারই নিখিলে
আমারে মুছিয়া ফেলো না
মিলাইয়া দাও তোমাতে আমারে
শত পথ বেয়ে শত ধারা ধরে'
মনের কুসুম-কোরকের মধু
শুকাইয়া যেতে দিও না
ভালবাসিয়াছি তোমারেই আমি
দুঃখে সুখেতে দিবস-যামিনী
পঙ্কে কমল ফোটায়ে' রেখেছি
দলগুলি তার ছিঁড়ো না