প্রভাত সঙ্গীত
১৬৩
মনকে কোন ছোট কাজেই নাবতে দোব না
না না না নাবতে দোব না
ধ্যানের আলোয় বসিয়ে দোব
করবো নোতুন ধরা রচনা
ভূলোক দ্যুলোক আমারই আশে
চেয়ে' আছে রুদ্ধ আবেশে
তাদের আশা পূর্ণ করে'
বহাবো প্রাণের ঝরণা
অশ্রু মুছে' আনাবো হাসি
কান্না সরে' বাজবে গো বাঁশী
মাটির 'পরে আসবে সুদিন
ক্লেশ-যাতনা কারও রবে না