প্রভাত সঙ্গীত

১৬৪


কে নিবি আয় আয় ছুটে' আয় 

প্রাণের পসরা এসেছে

মাধুরী ভরিয়ে' মনকে রাঙিয়ে' 

নূতন প্রভাত এসেছে


স্থলে জলে আর আকাশে বাতাসে 

পলে অনুপলে মদির সুবাসে

শত দীপে জ্বেলে' আলোকের মালা 

নবতর দেশে এনেছে


আনন্দঘন মোহন আবেশে 

নিখিল ভুবন হেসেছে