প্রভাত সঙ্গীত
১৬৭
বিশ্বত্রাতার চরণের রেণু
ছড়ায়ে রয়েছে নিখিলে
আছে নিখিলের কোণে কোণে
সবাকার মনে অণুতে অণুতে
লুকাইয়া আছে গোপনে
বাহিরে যতই খুঁজিয়া বেড়াই
বাহির বিশ্বে দেখিতে না পাই
বাহির ভিতর এক করে' দেখি
আছে তাহা সবখানে
(তাকে) ভালবেসে' পাবো মমতায় পাবো
(পাবো) প্রাণের অনুরণনে