প্রভাত সঙ্গীত
১৬৮
(আজ) অরুণে রাঙানো সব আশা
সার্থক হলো ভালবাসা আজ
ফুলভারে ভরা বনলতা আজ
আনন্দে নত মনলতা আজ
মাধুর্যে ভরা সব ভাষা
এসো আলোর সাগর পানে পাড়ি দিই
(এসো) ভালোর সব কিছুই মেনে' নিই
(এসো) ভাবের মধুরিমায় গেয়ে' যাই
ভুলে' অতীতের কাঁদা হাসা
(এসো) মমতার টানে সবাকার সনে
গানে গানে করি মেলামেশা
করি মধুমাখা মেলামেশা