প্রভাত সঙ্গীত

১৬৯


এসেছিলে প্রভু ঘুম ভাঙ্গাতে

চেতনার পথে নিয়ে যেতে (আমায়)

তোমারে ভুলিয়া বিপথে চলেছি 

পারিনি নিজেকে কাজে নিতে


কত দিন গেছে সন্ধ্যা হয়েছে 

কত বিভাবরী কাঁদিয়া কেটেছে

চলিতে পারিনি পথ পাইনি গো 

আপনি এসেছো নিতে সাথে (আজ)


সব যাতনার সব হতাশার 

শেষ হলো তুমি এসে' যেতে