প্রভাত সঙ্গীত

১৭০


সবার আপন তুমি সবার আপন

সবার সঙ্গে আছো ভরে' জীবন


ফুলের মাঝে তুমি মধুনির্যাস

মনের মাঝে তুমি রঙের বিকাশ

হারানো দিনগুলির হাল্কা সুবাস

(তুমি) প্রাণে মনে রহিয়াছো সদা চেতন


তোমাকে জানিতে গেলে অজানা হও

তোমাকে বুঝিতে গেলে না-বোঝা রও

তোমাকে ধরিতে গেলে ধরা যে দেয়

ধরা দেয় তব ওই মোহন চরণ

তব মোহন আনন