প্রভাত সঙ্গীত

১৭১


মনমঞ্জুষা মোর সতত জাগিয়া আছে

তব আসা-পথ চেয়ে ওগো মোর প্রভু

এসো তুমি গানে নাচে আরও কাছে আরও কাছে

হৃদয়-দুয়ার বন্ধ করি না কভু


এসো তুমি ধূপে দীপে কুসুম-মধুপরাগে

স্নিগ্ধ শিশিরে ধোয়া রাগে অনুরাগে

নির্বাত দীপ শিখা সদাই জ্বলিয়া আছে

তোমার আরতি লাগি' বিশ্ববিভু


যতই ঝটিকা আনো রুদ্র অশনি হানো

মোর দীপ নিবাইতে পারিবে না তবু