প্রভাত সঙ্গীত
১৭২
তব কৃপা বিনা আমার তরণী
অকূলে ভাসিয়া চলিযা যায়
কোন কথা আমি শুণিতে চাহিনি
কোন জ্ঞান আমি পাইতে চাহিনি
শুধু চাহি তুমি কাছটিতে এসো
দু'হাত বাড়ায়ে ধরিবো পা'য়
কর্মের দম্ভকে ভয় করি
জ্ঞানের অস্মিতা সহিতে না পারি
(তাই) নীরবে আসিয়া কাছটিতে বসো
প্রাপ্তির সুখে সুধা ঝরায় (যেন)
তোমাতেই কর্ম তোমাতেই জ্ঞান
তোমাকে পাইলে সব পাওয়া যায়