প্রভাত সঙ্গীত

১৭৪


আমার মনেতে তুমি সবার মনেতে তুমি

সবাই তোমার মনে তোমারই শরণ চায়

উত্তুঙ্গ গিরি তোমাকে প্রণতি করি'

তোমার চরণরজে শান্তির খোঁজে চায়


যত দূর আমি চাই তুমি ছাড়া কিছু নাই

তোমা' হ'তে আসিয়াছি তোমাতে মিলিয়া যাই

তোমার যতেক লীলা যত লুকোচুরি খেলা

সবারে সঙ্গে নিয়ে অসীমের পানে ধায়


তোমাকে ভুলিয়া থাকা নিজেকে ভুলিয়ে' রাখা

অন্ধ তমিস্রাতে সে যে হারাইয়া যায়