১৭৫
তোমার গোপন কথা
আনন্দঘন দিনে
আজিকে ভরিয়া দিও
নূতনের গানে গানে
সবাই নিকটতম
সবাই মমতাঘন
প্রাণাধিক প্রিয় গান
বহে দাও প্রাণে প্রাণে
তাহারই ছন্দে ধরণী আজিকে
নবতর রাগে গায়
মূর্ছনা দিতে সকন প্রাণীকে
সুরে সুরে মূরছায়
আজ সকল মনের রন্ধ্রে রন্ধ্রে
আশা ভরে' দাও তানে তানে
ভুবন-ভোলানো ভাস্বর দীপ
জ্বেলে' দাও আজ প্রাণে প্রাণে