প্রভাত সঙ্গীত

১৭৬


জীবনটা নয় থেমে' থাকা ভাই

অরূপের পানে নেচে' চলি

কাঁদিবার তরে আসিনি আমরা 

ছন্দে ও গানে কথা বলি


দূর নীহারিকা মহাকাশে চলে 

মনের মণিকা ভাবে লয়ে দোলে

ধূলিকণা সেও চলে পলে পলে 

তৃণের বুকেও ফোটে কলি


প্রাণের আকূতি চেতনার দ্যুতি 

সব নিরাশাকে চলে দলি'


জীবনটা নয় থেমে' যাওয়া ভাই