প্রভাত সঙ্গীত

১৭৭


তব পথ চেয়ে' আছি 

জানো না কি তুমি

কত দিন চলে' গেছে 

কত নিশি হারায়েছে

তবু জেগে' বসে' আছি 

বসে' আছি আমি


এ কী লীলাখেলা তব 

নিতি নিতি নব নব

ভেবেছো কি ছেড়ে দোব 

লীলাখেলার ভয়ে দমি'


মোর লাগি' সুমুখেতে 

আসিতে হইবে নামি’