প্রভাত সঙ্গীত
১৭৮
তোমারই দেওয়া মনে
তোমারই ভাবনাতে
দিবানিশি মোর কেটে' যায়
তুমি মোর ধ্রুবতারা
করো নাকো দিশাহারা
সব কিছু তাই তোমা' পানে ধায়
তোমারই দেওয়া প্রাণে
বসে' তব ধ্যানাসনে
জীবনের স্রোত তব স্রোতে হারায়
সবাই তোমার মনে
তুমি সবাকার মনে
সকল ভাবনা তাই তোমাতে মিশায়