প্রভাত সঙ্গীত
১৮০
সুপ্ত হৃদয় জাগিয়া উঠেছে
এগিয়ে চলেছে তব পানে
সব বন্ধন সব শৃঙ্খল
ছিঁড়ে' সে চলেছে গানে গানে
কোন মোহডোর বাঁধিতে নারিবে
কোন জড়তা না জড়াতে পারিবে
সব মোহডোর সকল জড়তা
ছিঁড়ে' ভেঙ্গে' যায? তব পানে
প্রাণেতে প্রবল বারণের পরে
লূতাতন্তুরা কত বল ধরে
অবহেলে তা'রে অস্বীকার করে'
চলে সে বিরাটের টানে