প্রভাত সঙ্গীত
১৮৩

গানের জগৎ কাছে পেয়েছি
পুরোনো জীবন ভুলে' গিয়েছি
তোমাকে পেয়েছি সব পেয়েছি 
সব ছেলেখেলা ছেড়ে' দিয়েছি

পতঙ্গ ধায় প্রদীপের দিকে 
জানেনা সে ছোটে মরণের মুখে
চেতনকে ভুলে' জড় নিয়ে থাকা 
মরণ যে তাহা বুঝে' নিয়েছি

ছুটিয়া চলিব তোমার পানেতে 
মাতিয়া থাকিব তোমারই গানেতে
সকল চাওয়ার সকল পাওয়ার 
শেষ কথা তুমি সার জেনেছি