প্রভাত সঙ্গীত
s

১৮৪


রুনু ঝুনু ঝুনু রবে প্রাণভরা সৌরভে 

(সে এসেছে) হৃদয়কে উদ্বেল করিয়া

বীণার ঝঙ্কারে আকুল করিল মোরে 

মোহনকে মনোমাঝে ধরিয়া


উজাড় করিয়া দাও যত কিছু মলিনতা 

নিঃশেষ করে' দাও জড়তার স্থবিরতা

ভুলে' যাও ব্যথাহত সব কিছু দূরগত 

মোহনকে শতরূপে হেরিয়া


(আজ) সব ভাষা সব বাক নীরবে চলিয়া যাক

মনচোরে বারে বারে স্মরিয়া