প্রভাত সঙ্গীত
১৮৫
দিনের আলোয় গানের তরী
ভাসিয়েছিনু দূর আকাশে
আঁধারে তোমায় আমি
কাছে পাবো তারই আশে
ঢেউয়ের তালে ছন্দ জাগে
মনেতে তার দোলা লাগে
ফেলে' গেলে দূর বিদেশে
এঁকে' চরণচিহ্ন চারিপাশে
(আজ) তারার গানে মনে প্রাণে
বাইবো তরী ফুলসুবাসে