প্রভাত সঙ্গীত

১৮৬


এসো আমার মনে বসো আমার মনে

কও কথা ওগো প্রভু মনে-মনে

ওগো অন্তরতম দেবতা আমার

এসো জ্ঞানে এসো ধেয়ানে


নির্মল মাধুরী মধুর আবেশে

স্বপনমদির বিজড়িত দেশে

হৃদয়-মাতানো কুসুম-সুবাসে

এসো উৎকণ্ঠার অবসানে


আরো ছন্দে তানে আরো গানে গানে

এসো প্রভু হৃদয়ের কোণে কোণে