প্রভাত সঙ্গীত

১৮৭


তোমাকে চেয়েছি চেয়েছি সব কাজে

হৃদয়ে তোমার ছবিটি যেন সদা রাজে


ধরায় এসেছি কাজে ব্যস্ত থাকিতে গো

তোমার ভাবের স্রোতে ভাসিয়া থাকিতে গো

তোমার কৃপার কণা প্রচার করিতে গিয়া

মনে যেন তব সুর সদা বাজে


নিভৃত নিশীথে চন্দ্রতারকা সাথে

মনের ময়ূর যেন কলাপে নাচে