প্রভাত সঙ্গীত

১৯০


চম্পক বনে হারায়ে ফেলেছি 

আমার কবিতাখানি 

সৌরভে হার মানি


ভিতরে না চাহি' বাহিরে চলেছি 

শুণি নি তোমার বাণী


যত ছিলো ব্যথা মরমেতে গাঁথা 

যত ছিলো কথা হারায়ে গেছে তা

কার সুরভিতে এ বিবর্ত্তন 

বুঝেও বুঝিতে পারি নি


আমার কবিতা আমার গীতিকা 

আমার নহে তা জানি