প্রভাত সঙ্গীত
১৯১
তুমি পুষ্পেতে মধু এনেছো
তুমি সঙ্গীতে সুর দিয়েছো
(তুমি) আলোর সাগর উত্তাল করে'
বিশ্বকে দোলা দিয়েছো
(তুমি) জ্যোত্স্নায় ভরা নীরব নিশীথে
চেতনার গান গেয়েছো
(তুমি) অন্ধকারের গহ্বর মাঝে
জাগরণ এনে দিয়েছো
তুমি সবখানে আছো সব কালে আছো
সব কালে ছিলে থাকিবে
সকল মনের মর্মে বসিয়া
অসীমের গান গাইবে
(তুমি) সকল চাওয়ার সকল পাওয়ার
ঊর্ধ্বলোকেতে এনেছো