প্রভাত সঙ্গীত
১৯৩
আঁধার সাগরে পথ হারিয়ে
জীবনের ধ্রুবতারা ভুলো না রে
ষড় তিমিরসাগর পারে অরূপ চিতচোরে
যে বা নাচে আঁধারকে ঘিরে' ঘিরে'
মানসবেদীতে রাখো তাজা ফুলরাশি
চিত্ত তে ভরে' দাও শিশির ধৌত হাসি
মঞ্জুল মহাকাশে দেখো তার জ্যোতি ভাসে
রূপাতীত চিন্ময় সাগরে
কোনো প্রার্থনা নয় কোনো চাওয়া-পাওয়া নয়
দেখো তারে কাছাকাছি পরাণ ভরে’