প্রভাত সঙ্গীত

১৯৪


তোমাকে ভুলিয়া

কে কোথা' থাকিবে বলো

উচ্ছ্বল এই প্রাণের জগৎ

তোমাতেই ঝলমল


তোমাকে ভুলিয়া যা কিছুই ভাবি 

তাহা শুধু কল্পনা

যা কিছুই বলি তাহা শুধু জল্পনা

তোমার পরশ বিনা সবই মিছে জাল বোনা 

ধরণীর সব হাসি আলো


তোমার আশিস চেয়ে

তোমার পরশ পেয়ে

সকল কিছুই লাগে ভালো