প্রভাত সঙ্গীত
১৯৬
কৃষ্ণ
আমারে কে নেবে ভাই
দিতে যে চাই
বিলায়ে সব মনে
তোমাদের দ্বার যে বদ্ধ
পথাবরুদ্ধ
যাই গো কেমনে
ব্রজবালকেরা
এসো ভাই আমরা সবাই
তৈরী আছি
তোমারে ধরিতে
সরায়ে পথেরই উপল
মনকে উজল
করেছি আলোতে
কৃষ্ণ
তবে ভাই সবারে নাচাই
এসো গো সবাই
স্মরণে মননে
তোমরা দূর কেহ নও
মোর মাঝে রও
ভাবের স্পন্দনে