প্রভাত সঙ্গীত

১৯৭


সাথী আমার বন্ধু আমার

ছিলে তুমি কোন্‌ বিদেশে

আমার সকল হিয়ার বাঁধ ভেঙ্গে' যায় 

তোমায় দেখে' ভালবেসে'


তুমি আছো আমি আছি 

তোমার দোলায় নেচে' চলেছি

আজ সবকে ফেলে' আমার কাছে 

এলে কেন হেসে' হেসে'


আজ পরাণ ঢেলে' তোমার সুরে 

নেচে' চলি ভেসে' ভেসে’