প্রভাত সঙ্গীত
১৯৮
আমার এ মনোবীণা ছন্দহীনা
বাজিবে শুধু সে যদি বাজায়
তাহারই সুরেতে সুর মিলিয়ে দিয়ে
বাজাতে হবে বীণায়
সকল ভাবেতে সে শুধু হাসে
বসাতে গেলে বসে না পাশে
হিয়ার হাসি কোথা' যায় ভাসি'
কোন্ বিদেশে সে যে গো হারায়
আঁখি পানে চায় ধরা নাহি দেয়
নেচে' চলে' যায় সুরের মায়ায়