প্রভাত সঙ্গীত
১৯৯
হিয়ার মাঝারে নীরব প্রহরে
কে গো ডেকে' যায় গানের ভাষায়
বলে এসো এসো পাশে বসো বসো
কেন দূরে আছো এই অবেলায়
গেছে কত কাল রঙীন সকাল
কত সাঁঝের বেলা জীবনে উত্তাল
কেন আসিলে না কেন বসিলে না
কেন না সাড়া দিলে যে তব সাড়া চায়
ওগো দূরগত এ কোন মায়ায়
ফুলডোরে আজি বাঁধিলে আমায়
এত দিনে মোর হ'লো মহা দায়
এ ফুলমালা তব পরাবো গলায়