প্রভাত সঙ্গীত

২০৩


এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে

তোমা লাগি জেগে আছি যুগে যুগে পথ চেয়ে


আছো তুমি সব খানে জেনেও তা নাহি জানি

আসো যাও ভেবে ভেবে দেশগত বলে মানি

যাহাই ভাবি না কেন নাও তুমি মোরে টেনে

তোমার প্রাণে মিশিয়ে মিশিয়ে মিশিয়ে


জাগাও তোমার জ্যোতি আমারই মানসপটে

বাজাও তোমার বীণা রাগিণী সে ছায়ানটে

বসো গো বন্ধু মম মধুমাখা হাসি নিয়ে

তোমা লাগি জেগে আছি তালেতে তাল মিলিয়ে