প্রভাত সঙ্গীত
২০৫
এসো গো সখা তোমারই আশে
নিদ নাহি মোর আঁখিপাতে
তোমারই তালেতে তাল মিলাতে
তাল কেটে যায় প্রতি মুহূর্তে
মন চলে যায় ছোট ভাবনায়
রঙের নেশায় রঙীন মায়ায়
তোমারই স্রোতে নাচিয়া চলিতে
শক্তি জোগাও দিবস-নিশীথে
বজ্র আনাও উল্কা আনাও
বল দিয়ে যাও তারে জুঝিতে