প্রভাত সঙ্গীত

২০৬


মনের আঁখি সতত রাখি 

জাগায়ে বন্ধু তোমারই গানে

সুরের স্রোতে দিবস-রাতে 

তোমারে হেরি হিয়ার কোণে


প্রভাত সূর্য অরুণ আভায় 

প্রাণ ভরে দেয় কানায় কানায়

সন্ধ্যা-রবির রঙীন ছবি 

জীবিত করে নব চেতনায়


এ কী লীলাখেলা তব 

নিত্য নূতন অনুভব

ভালবাসার দাগ এঁকে দেয় 

আমারই মনে আমারই প্রাণে


তাই দ্যুলোকবাসী ভূলোকবাসী 

বরণ করে তোমারে ধ্যানে