প্রভাত সঙ্গীত

২০৭


তার মন যদি চায় সব কিছু হয় 

ধূলিময় এ ধরণীতে

মোহনা হতে নদী পাহাড়ে ফেরে যদি 

কে বা কী গো পারে বলিতে


সে যদি চায় নিমেষে ধরায় 

লুপ্ত করতে পারে গো

সে যদি চায় মেরু-হিমের গায় 

উত্তাপ আনতে পারে গো


সে যদি চায় পাষাণ-কারায় 

ফুল ফোটাতে পারে গো

সে যদি চায় আঁধার নিশায় 

আলো ঝরাতে পারে গো


এসো গো সখা এসো ভাবটিতে বসো 

মনে প্রাণে তাকে বরিতে

যেও না যেও না দূরেতে যেও না 

কুয়াশাতে ঢাকা পড়িতে