প্রভাত সঙ্গীত

২০৮


আসিবে বলিয়া গিয়াছে চলিয়া 

বঁধুয়া ফিরিয়া এলো না আজও

বলে গেছে মোরে বীণার ঝঙ্কারে 

সরলকে হেরে বক্রকে ত্যেজো


লক্ষ্যকে ভুলে চলেছি নানা পথে

চলি নি আলোঝরা সামনে সোজা পথে 

মোহেরই হাতছানি নিয়ে গেছে টানি

ভুলায়ে সার বাণী সত্যকে খোঁজো


(আজ) চারিদিকে হায় আলো ঝলকায়

মোরে কয়ে যায় তুমি কাছেই রাজো