প্রভাত সঙ্গীত

২০৯


তোমার এ অসীম অপার ভালবাসার 

বিনিময়ে হায় কী বা দিয়েছি

দুহাতে নিয়েছি সব 

দিতে শিখি নি নিতে শিখেছি


ফুলে ফলে রূপে রসে 

প্রাণকে আমার দিয়েছো ভরে

বুদ্ধিদীপ্তি-মধুরতা 

চাওয়ারও বেশী দিয়েছো মোরে

শুধু দাও বলার অধিকার 

তোমারে আমার হৃদয়ে ধরেছি


পরাণের সকল মধু দুঃখের বঁধু 

তোমাতে আমি উজাড়ি ঢেলেছি