প্রভাত সঙ্গীত
২১০
দিন গুণে আর কাল গুণে গুণে
বসিয়াছিলাম এলে ফাগুনে
রূপের মায়ায় সুরের সুধায়
চেয়ে আছি মুগ্ধ-নয়নে
মন যে আমার অসীমে হারা
সকল মোহের বাঁধনছাড়া
তোমারে পেয়ে সব পেয়েছি
আনন্দ আজ প্রাণে মনে
এসো গো বন্ধু সবারে মাতাও
সবারে নাচাও আপন গুণে