প্রভাত সঙ্গীত

২১২


নীরব রাতে তোমারই সাথে 

না-বলা কথা অনেক রয়ে গেছে


কেন গো গুলবাগে 

কেন গো গুলবাগে হাজার কাঁটা থাকে 

কেন গো নির্ঝর রুক্ষ পথ বাছে


কমল গন্ধে ভরা মলিন জলে ফোটে 

হাসিতে ভরা ধরা আঁধার পথে ছোটে

স্নেহ-মমতাভরা 

স্নেহ-মমতাভরা রঙীন খোয়াবে ঘেরা 

কেন গো সৃষ্টিতে কালের ছায়া নাচে


কেন গো অহমিকা 

কেন গো অহমিকা কেন গো অস্মিতা 

লুটায়ে পড়ে তব চরনধূলি নীচে